ফুজিলি ইন টমেটো সস

Veg
On
Servings
2
Hours
25.00
Ingredients
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
  • ৩ কোয়া রসুন
  • ১/২ কাপ টমেটো পিউরি
  • ১ টেবিল চামচ কালো অলিভ
  • ২ টেবিল চামচ সবুজ অলিভ
  • ১ টেবিল চামচ মিক্সড হার্ব
  • স্বাদ অনুযায়ী গোল মরিচ গুঁড়ো
  • ১ কাপ সিদ্ধ করা ফুজিলি
  • নুন স্বাদ অনুযায়ী
  • পার্মিজান চীজ
  • অরেগানো
Preparations
  • পাত্রে অলিভ অয়েল গরম করুন। রসুন দিয়ে সাঁতলে নিন। টমেটো পিউরি, কালো অলিভ, সবুজ অলিভ, মিশ্র ভেষজ, গোলমরিচ দিয়ে ভালো করে রান্না করুন।
  • ঐ সসে সিদ্ধ করা ফুজিলি দিয়ে নাড়িয়ে নিন। স্বাদমত নুন দিন।
  • গরম পরিবেশন করুন ও পার্মিজান চীজ ও অরেগানো দিয়ে সাজিয়ে দিন।
Recipe Short Description

সহজ প্রণালীর টমেটো সসে নাড়াচাড়া করে নেওয়া সুস্বাদু স্পাইরালের মুখরোচক ও সহজ সরল রেসিপি।

Recipe Name
ফুজিলি ইন টমেটো সস
Recipe Difficulty
সহজ
Recipe Thumbnail
ফুজিলি ইন টমেটো সস
Video
cpffhx9Xs7I

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.