থাই গ্রীন কারি

Veg
Off
Servings
4
Hours
25.00
Ingredients
  • ১টি পেঁয়াজ
  • ১/২ ইঞ্চি আদা
  • ১/২ ইঞ্চি গলঙ্গল
  • ১/৪ কাপ বাসিল লিভস
  • ১/৪ কাপ ধনেপাতা
  • ৩-৪টে কাঁচা লঙ্কা
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • জল প্রয়োজন মতন
  • ২ টেবিল চামচ তেল
  • ৪ টেবিলচামচ থাই বেগুন
  • ১টা ছোট গাজর
  • ৩-৪টে ফ্রেঞ্চ বীনস
  • ৪ টেবিল চামচ মাশরুম
  • ৩-৪টে বেবি কর্ন
  • ১ টেবিল চামচ লেমন গ্রাস
  • ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  • ১ চা চামচ ডার্ক সোয়া সস
  • ১ চায়ের চামচ মাওয়ানা সুপার ফাইন চিনি
  • নুন স্বাদ অনুযায়ী
  • ২ কাপ নারকেলের দুধ
  • বেজিল পাতা
Preparations
  • একটা মিক্সার জারে পেঁয়াজ, আদা, গলঙ্গল, বাসিল লিভস, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, জল দিয়ে ঊষা ইমপ্রেজা প্লাস মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন।
  • একটা পাত্রে তেল, কারি পেস্ট, থাই বেগুন, গাজর, ফ্রেঞ্চ বীনস, মাশরুম, বেবি কর্ন, লেমন গ্রাস, বোনলেস চিকেন দিয়ে মিশিয়ে নিন।
  • ডার্ক সোয়া সস, মাওয়ানা সুপার ফাইন সুগার, নুন, নারকেলের দুধ মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দিন।
  • নারকেলের দুধ ও বাসিল লিভস দিয়ে সাজিয়ে দিন।
Recipe Short Description

সুরভিত থাই গ্রীন কারি, অদ্ভুত ঘন সবুজ ও মুখরোচক স্বাস্থ্যকর।

Recipe Name
থাই গ্রীন কারি
Recipe Difficulty
সহজ
Recipe Thumbnail
থাই গ্রীন কারি
Video
mFWdgifGMXc

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.