থাই হার্বড রাইস

Veg
On
Servings
4
Hours
30.00
Ingredients
  • ১ কাপ চাল (ধুয়ে ১ ৩/৪ কাপ জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখা)
  • ১ চা চামচ তেল
  • ১ চা চামচ রসুন বাটা
  • ১/৪ আঁটি লেমনগ্রাস
  • ৪ থেকে ৫টা কাফির লাইম পাতা (মিহি কুচোনো) 
  • ১২-১৫টা বাসিল লিভস (মিহি কুচোনো)
  • ১ টেবিল চামচ কাঁচালঙ্কা, মিহি কুচোনো 
  • ১ টেবিল চামচ তাজা লেবুর রস
  • ১/৪ কাপ নারকেলের দুধ 
  • নুন স্বাদ অনুযায়ী
  • ৪ টেবিল চামচ ধনেপাতা সাজানোর জন্য
Preparations
  • ঊষা ইপিসির নব রাইসে সেট করে তাতে তেল গরম করুন
  • তাতে রসুন বাটা, কাফির লাইম দিয়ে সাঁতলে নিন।
  • তাতে তাজা ধনেপাতা বাদে সব উপকরণ সহ চাল দিন
  • ভালো করে মেশান। নব কীপ ওয়ার্ম সেটিং-এ পৌঁছানো পর্যন্ত রান্না করুন
  • লেমনগ্রাস তুলে সরিয়ে দিন।
  • তাজা ধনেপাতা দিয়ে গরম পরিবেশন করুন।
Recipe Short Description

হার্বসের ম্যাজিক উপভোগ করুন যা অতি সাধারণ ভাতের বাটিতে অদ্ভুত স্বাদ ও গন্ধ আনবে।

Recipe Our Collection
Recipe Name
থাই হার্বড রাইস
Recipe Difficulty
কম
Recipe Thumbnail
থাই হার্বড রাইস

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.