ট্রপিকাল মিক্স

Veg
On
Servings
1
Hours
10.00
Ingredients
  • ১টা কমলালেবু
  • ১ টুকরো আনারস
  • ১/৪ লেবু
  • ১ কাপ স্ট্রবেরি কোকোনাট মিল্ক
Preparations
  • কমলালেবু, লেবু ও স্ট্রবেরি বালো করে ধুয়ে নিন।
  • স্ট্রবেররি বোঁটা ফেলে দিন
  • কমলালেবু ও লেবুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন
  • স্মার্ট ক্যাপ বন্ধ করে নিন এবং ঊষা নিউট্রিপ্রেস কোল্ড প্রেস জুসারে প্রথমে স্ট্রবেরি ও তারপরে আনারস, কমলালেবু ও লেবুর রস বার করে নিন
  • বরফ ও নারকেলের দুধে এই জুস ভালোমত মিশিয়ে নিন
Cooking Tip

নারকেলের দুধের বদলে ডাব ব্যবহার করা যায়।

Recipe Short Description

ভিটামিন, এনার্জী ও মজায় ভরপুর এক মিষ্টি, তরতাজা, স্বাস্থ্যবর্ধক পানীয়

Recipe Name
ট্রপিকাল মিক্স
Recipe Difficulty
কম
Recipe Thumbnail
ট্রপিকাল মিক্স

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.