বেকড মাস্টার্ড অ্যান্ড হার্ব চিকেন

Veg
Off
Servings
2
Hours
60.00
Ingredients
  • ২ টুকরো চিকেন ব্রেস্ট
  • ১/২ চা চামচ মিশ্র শুকনো ভেষজ
  • ৪০ গ্রাম পেঁয়াজ, মিহি কুচোনো
  • ৫০ গ্রাম ঝাঁঝালো ইংলিশ মাস্টার্ড
  • ১৫ গ্রাম রসুন, মিহি করে কাটা
  • ২ চিমটে নুন
  • ২ চিমটে গোলমরিচ
  • ৩০ মিলি অলিভ অয়েল
Preparations
  • একটা বাটিতে সব উপকরণ ম্যারিনেট করুন।
  • বাটি ক্লিঞ্জ ফিল্ম দিয়ে ঢেকে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
  • গ্রিলের তাকে প্রত্যেকটা চিকেন ব্রেস্ট রাখুন।
  • ঊষা ওটিজি ২-৩ মিনিট ২২০°সে-এ প্রিহিট করে নিন এবং তারপরে গ্রিল করার জন্য তাকগুলি তার ভিতরে রাখুন।
  • চিকেন রান্না না হওয়া পর্যন্ত বেক করুন। 
Cooking Tip

ম্যারিনেট করা চিকেন অন্তত এক ঘন্টা অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, এই ধাপটা বাদ দেবেন না।

Recipe Short Description

বাইরে মচমচে খাস্তা ও ভিতরে অবিশ্বাস্য রকমের মোলায়েম ও সুস্বাদু বেকড মাস্টার্ড অ্যান্ড হার্ব চিকেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু।

Recipe Name
বেকড মাস্টার্ড অ্যান্ড হার্ব চিকেন
Recipe Difficulty
মাঝারি
Recipe Thumbnail
Baked Mustard & Herb Chicken Recipe Image

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.