ক্ষীর

Veg
On
Servings
4
Hours
30.00
Ingredients
  • ১ টেবিল চামচ ঘি
  • ৬-৮টা কাজু বাদাম
  • ৬-৮টা কাঠবাদাম
  • ৬-৮টা পেস্তা বাদাম
  • ৫ টেবিলচামচ বাসমতি চাল, দুধে ভেজানো
  • ২ কাপ দুধ
  • এক চিমটে জাফরান
  • ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  • ১/৪ খোয়াক্ষীর
  • ১ টেবিলচামচ শুকনো গোলাপের পাপড়ি
  • ১/২ কাপ মাওয়ানা সুপার ফাইন সুগার
Preparations
  • একটা পাত্রে ঘি গরম করুন। কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম হাল্কা সাঁতলে সরিয়ে রাখুন। ঐ একই পাত্রে দুধে ভেজানো বাসমতি চাল ঢেলে দিন। কয়েক মিনিট ফুটতে দিন। আরো দুধ, জাফরান, এলাচ গুঁড়ো. খোয়াক্ষীর দিয়ে ভালোমত মিশিয়ে নিন। দুধ ঘন করে নিন।
  • শুকনো গোলাপ পাপড়ি, মাওয়ানা সুপার ফাইন সুগার দিয়ে মিশিয়ে নিন। এবার সাঁতলানো ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • সাঁতলানো ড্রাই ফ্রুট ও শুকনো গোলাপ পাপড়ি দিয়ে সাজিয়ে দিন।
Recipe Short Description

উৎসব, শুভক্ষণ ও প্রতিদিনকার ডেজার্ট - সব উপলক্ষ্যের ইন্ডিয়ান রাইস পুডিং, আপনার দিনকে পরিপুষ্ট করে তুলবে।

Recipe Name
ক্ষীর
Recipe Difficulty
সহজ
Recipe Thumbnail
ক্ষীর
Video
OeINjU7bFAA

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.