কিডনি বীনস রাজমা স্যালাড

Veg
On
Servings
6
Hours
45.00
Ingredients
  • দু কাপ কিডনি বীনস
  • নুন স্বাদ অনুযায়ী
  • ৪ কাপ জল
  • ১/২ কাপ ক্যাপসিকাম
  • ২টো টমেটো
  • ১/৪ কাপ ভুট্টা
  • ২টি পেঁয়াজ
  • স্বাদ অনুযায়ী গোল মরিচ গুঁড়ো
  • ৪-৫ টেবিলচামচ অলিভ অয়েল
  • ১টা লেবুর রস
  • ১/৪ কাপ ধনেপাতা
  • ৬-৭ টুকরো লভাশ
  • ৩-৪ টেবিলচামচ ভেজ মেয়োনিজ
  • লেবুর টুকরো
Preparations
  • ভেজানো কিডনি বীনস, নুন ও জল ঊষা ইলেক্ট্রিক প্রেসার কুকারে ঢেলে দিন। ঢাকনা এঁটে নব ঘুরিয়ে বীন মোডে করে দিন। নব আবার যখন কীপ ওয়ার্ম মোডে রিসেট হয়ে যাবে, কিডনি বীন বার করে নেবেন।
  • একটা বাটিতে, অর্ধেক রান্না করা কিডনি বীনস, ক্যাপসিকাম, টমেটো, ভুট্টা, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, নুন, অলিভ অয়েল, লেবুর রস ও ধনে পাতা নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
  • আরেকটা বাটিতে অবশিষ্ট রান্না করা কিডনি বীনস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লভাশের টুকরো, ভেজ মেয়োনিজ, নুন, গোলমরিচ গুঁড়ো নিযে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিন।
  • লভাশ ও এক টুকরো লেবু দিয়ে সাজিয়ে দিন।
Recipe Short Description

প্রোটিনে ভরপুর, স্বাস্থ্যকর অথচ সুস্বাদু নিরামিষ রান্নার এই পদ একটা মুখরোচক আহার।

Recipe Name
কিডনি বীনস রাজমা স্যালাড
Recipe Difficulty
সহজ
Recipe Thumbnail
কিডনি বীনস রাজমা স্যালাড
Video
T6W7A74KO2g

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.