আলু মটর

Veg
On
Servings
2
Hours
25.00
Ingredients
  • ১ চা চামচ জিরে 
  • ১টা পেঁয়াজ, কুচোনো
  • ১ চা চামচ আদা বাটা
  • ১টা কাঁচা লঙ্কা, মিহি কুচোনো  
  • ১ চা চামচ রসুন বাটা
  • ২টো টমেটো, মিহি কুচোনো  
  • ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • ১ কাপ তাজা মটরশুঁটি সিদ্ধ
  • ১ ১/২ আলু, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চৌকো করে কাটা
  • ১ টেবিল চামচ তেল/ঘি 
  • নুন স্বাদ অনুযায়ী
Preparations
  • মাঝারি আঁচে পাত্র গরম করুন। গরম হলে, তাতে তেল/ঘি, জিরে দিয়ে বাদামী না হওয়া পর্যন্ত শুকনো ভেজে নিন।
  • মাঝারি আঁচ কম করে দিন। 
  • পেঁয়াজ দিয়ে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না হাল্কা বাদামী হয়ে যায়। 
  • আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি ও রসুন বাটা দিয়ে রান্না না হওয়া পর্যন্ত সাঁতলাতে থাকুন।
  • টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পাত্রে ঢাকনা দিয়ে আঁচ কম করে আনুন ও টমেটো রান্না না হওয়া পর্যন্ত ফুটতে দিন।
  • শুকনো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • মটর ও আলু দিয়ে নাড়িয়ে নিন।
  • ধীরে ধীরে জল ও স্বাদমত নুন দিন। ঝোল ঘন না হওয়া পর্যন্ত ঢেকে ফুটতে দিন।
  • ধনেপাতা ও লেবু দিয়ে সাজিয়ে গরম পরিবেশন করুন।
Cooking Tip

আঁচ কম করে ঠিকমত নাড়াতে হবে।

Recipe Short Description

উত্তর ভারতের ঘরোয়া রান্না যা ভাত ও রুটি দুইয়ের সঙ্গে খেতে দারুণ (ইন্ডিয়ান ব্রেড।

Recipe Name
আলু মটর
Recipe Difficulty
কম
Recipe Thumbnail
Aloo Matar Recipe Image

নতুন কমেন্ট যুক্ত করুন

Restricted HTML

  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • Web page addresses and email addresses turn into links automatically.